অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

২৮ অক্টোবর প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের মামলায় বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বুধবার(২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

সোমবার (২০ নভেম্বর) এই জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করলে আদালত শুনানি ২২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন।

উল্লেখ্য, ২ নভেম্বর মির্জা ফখরুলের জামিন আবেদন করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন। জামিন আবেদনের পর ২০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছিলেন আদালত।

এর আগে ৩০ অক্টোবর ফখরুলকে কারাগারে পাঠানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২৯ অক্টোবর গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের প্রায় ১০ ঘণ্টা পর মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়।

রমনা থানায় দায়ের করা মামলায় মির্জা ফখরুলসহ বিএনপির ৫৯ নেতা-কর্মীকে অভিযুক্ত করা হয়।

XS
SM
MD
LG