অ্যাকসেসিবিলিটি লিংক

২৮ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিরোধী দলের ৬১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র‍্যাব


বাংলাদেশে বিরোধী দলগুলোর ৩ দিনের অবরোধ শুরু; সংঘর্ষ-ভাঙচুর, ২ জন নিহত। ৩১ অক্টোবর, ২০২৩। ফাইল ছবি।
বাংলাদেশে বিরোধী দলগুলোর ৩ দিনের অবরোধ শুরু; সংঘর্ষ-ভাঙচুর, ২ জন নিহত। ৩১ অক্টোবর, ২০২৩। ফাইল ছবি।

গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে মঙ্গলবার (২১ নভেম্বর) বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার নেতা-কর্মীদের মধ্যে আদালত অবমাননার অভিযোগে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও দলের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবও রয়েছেন।

র‌্যাবের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

উল্লিখিত সময়ে (২৮ অক্টোবরের পর) সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানী ঢাকায় ১৪৫টি এবং সারা দেশে ৪২৫টিরও বেশি টহল দল মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া, গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের টহল দল মোতায়েন করা হচ্ছে।

অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে বিএনপি নেতা আতাউর রহমান ঢালী গ্রেপ্তার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীকে রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার ( ২১ নভেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, কয়েক দিন ধরে মোহাম্মদপুরে বিএনপির ব্যানারে আতাউর রহমান ঢালী ও তাঁর সহযোগীদের দ্বারা সংগঠিত একাধিক সহিংস ঘটনা ঘটেছে। তাঁর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়, যার মধ্যে রয়েছে বিএনপি নেতৃত্বাধীন হরতাল-অবরোধের কারণে যানবাহনে হামলা, অগ্নিসংযোগ ও বিঘ্ন ঘটানো।

তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ২৯ অক্টোবর পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

শিহাব করিম আরও বলেন, এ ছাড়া, আতাউরের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ৬টিরও বেশি মামলা রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও র‌্যাব

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর পৃথকভাবে এই নিষেধাজ্ঞা দেয়। এই কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, র‍্যাবের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ পুলিশের বর্তমান আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. আনোয়ার লতিফ খানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় বেনজীর আহমেদ এবং র‍্যাব ৭–এর সাবেক অধিনায়ক মিফতাহ উদ্দীন আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ।

বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ফাইল ছবি।
বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), মাদক দ্রব্যের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত। এতে বলা হয়েছে যে, তারা আইনের শাসন, মানবাধিকারের মর্যাদা ও মৌলিক স্বাধীনতা এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধিকে ক্ষুণ্ন করে। এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে। র‍্যাব হচ্ছে ২০০৪ সালে গঠিত একটি সম্মিলিত টাস্ক ফোর্স। তাদের কাজের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের কর্মকান্ড সম্পর্কে গোপন তথ্য সংগ্রহ এবং সরকারের নির্দেশে তদন্ত পরিচালনা করা।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বা এনজিওদের অভিযোগ হচ্ছে যে, র‍্যাব ও বাংলাদেশের অন্য আইন প্রয়োগকারী সংস্থা, ২০০৯ সাল থেকে ৬০০ ব্যক্তির গুম হয়ে যাওয়া এবং ২০১৮ সাল থেকে বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের জন্য দায়ী। কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে যে, এই সব ঘটনার শিকার হচ্ছে বিরোধী দলের সদস্য, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

XS
SM
MD
LG