অ্যাকসেসিবিলিটি লিংক

পুড়িয়ে মানুষ হত্যা করে কিছুই অর্জন করা যায় না: শেখ হাসিনা


বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “মানুষকে পুড়িয়ে হত্যা করে কিছুই অর্জন করা যায় না। আশা করি অগ্নিসংযোগকারীদের মধ্যে চেতনা ফিরে আসবে।” মঙ্গলবার (২১ নরভম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে, বীরত্ব পুরস্কারপ্রাপ্ত নির্বাচিত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে, সশস্ত্র বাহিনীর (সেনা, নৌ ও বিমান বাহিনী) নির্বাচিত ১১ জন সদস্যের মধ্যে অসামান্য অবদানের জন্য শান্তিকালীন পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “সম্প্রতি আবার শুরু হয়েছে অগ্নিসন্ত্রাস।” প্রশ্ন করেন, “কীভাবে একটা মানুষ, কোনো জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে?” শেখ হাসিনা বলেন, “এটা ভুল।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “কিছু অর্জন করতে হলে, জনগণের শক্তি প্রয়োজন; জনগণের পাশে থাকতে হবে এবং জনগণের কল্যাণে কাজ করতে হবে। জনগণের ক্ষতি করে, বা, মানুষকে পুড়িয়ে কিছুই অর্জন করা যায় না।”

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার (১৯ নভেম্বর) বলেছেন, “বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার, একতরফা নির্বাচনের কৌশল।”

রুহুল কবির রিজভী বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপিকে দোষারোপ করে, আওয়ামী লীগ দেশের বাইরে প্রচারণা চালাচ্ছে। কিন্তু, তাতে তারা সফল হতে পারছে না। সারা বিশ্ব বুঝতে পেরেছে যে, বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার মূলত একতরফা নির্বাচনের কৌশল।”

তিনি বলেন, একতরফা নির্বাচন প্রতিহত করতে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আর, পুতুল নির্বাচন কমিশন, আওয়ামী লীগের নির্বাচনের তফসিল বাস্তবায়নে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

XS
SM
MD
LG