অ্যাকসেসিবিলিটি লিংক

জামায়াত ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে: রুহুল কবির রিজভী


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২০ নভেম্বর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী আরো বলেন, “কারণ, রাজনৈতিক দল হিসেবে, নির্বাচন কমিশনে (ইসি) জামায়াতের নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে আপিল করা হয়েছিলো তা খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।”

তিনি বলেন, “সরকারবিরোধী রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অন্যায় রায় দিয়ে ন্যায়বিচার থেকে বঞ্চিত করার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। তবে, জনগণ এই রায়ে বিস্মিত হয়নি। তারা ন্যায়বিচারের শেষ অবলম্বন বিচার বিভাগের ব্যক্তিদের রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট বক্তব্য এবং সরকারের ইচ্ছা পূরণে সহায়তা করার ঘটনায় হতাশ হয়েছে।”

রিজভী আরো বলেন, “যে কোনো বিরোধী দল গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার বিভাগ কর্তৃক তার গণতান্ত্রিক অধিকার রক্ষা পাওয়ার যোগ্য। এর কোনো ব্যতিক্রম গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী। আর, এ রায়ও অগ্রহণযোগ্য।”

এর আগে, রবিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর দায়ের করা লিভ-টু-আপিল খারিজ করে দেয়। হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে এই আপিল আবেদন করা হয়েছিলো। হাইকোর্টের রায়ের ফলে, নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন বাতিল করে জামায়াতে ইসলামীর।

শুনানির নির্ধারিত তারিখে অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীসহ জামায়াতের আইনজীবীদের ঘন ঘন অনুপস্থিতির কারণে, প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ, আপিল আবেদন খারিজের আদেশ দেন।

XS
SM
MD
LG