অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার একতরফা নির্বাচনের কৌশল: রিজভী


ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৯ নভেম্বর, ২০২৩।
ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১৯ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “বর্তমান নির্বাচন কমিশন (ইসি) একতরফা নির্বাচনের জন্য, সরকারের পুতুল হিসেবে কাজ করছে। রবিবার (১৯ নভেম্বর) ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। রিজভী আরো বলেন, “বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার, একতরফা নির্বাচনের কৌশল।”

রুহুল কবির রিজভী বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিএনপিকে দোষারোপ করে, আওয়ামী লীগ দেশের বাইরে প্রচারণা চালাচ্ছে। কিন্তু, তাতে তারা সফল হতে পারছে না। সারা বিশ্ব বুঝতে পেরেছে যে, বিএনপির বিরুদ্ধে সন্ত্রাসের অপপ্রচার মূলত একতরফা নির্বাচনের কৌশল।”

তিনি বলেন, একতরফা নির্বাচন প্রতিহত করতে এবং বর্তমান আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আর, পুতুল নির্বাচন কমিশন, আওয়ামী লীগের নির্বাচনের তফসিল বাস্তবায়নে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

রিজভী অভিযোগ করেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য সারা দেশে যারা আন্দোলন করছে, তাদের ওপর, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা পুলিশ ও গোয়েন্দাদের সঙ্গে নিয়ে আক্রমণ করেছে।আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবি আদায়ের লক্ষ্যে, সারাদেশে ছড়িয়ে পড়া চলমান আন্দোলনকে বানচাল করতে, বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারাদেশে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান অব্যাহত রেখেছে, তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। বিরোধী দলীয় নেতা-কর্মীদের পাইকারি গ্রেপ্তার ও বিভিন্ন হুমকি দিয়ে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে।” ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন সফল করার জন্য তিনি দেশের জনগণ, বিএনপি ও সমমনা দলগুলোর নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

বাংলাদেশে ১৫ ঘণ্টায় ১১টি অগ্নিকাণ্ড: ফায়ার সার্ভিস

এদিকে, বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায়, ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময় মোট ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, “ এছাড়া, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দু’টি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।”

নির্বাচনে কেউ বাধা দিতে পারবে না: শাহরিয়ার আলম

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তফসিল ঘোষণার পর দেশের জনগণ যে উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছে তাতে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না। তিনি বলেন, “আমরা এখন নির্বাচনী মেজাজে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না।”

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ১৯ নভেম্বর, ২০২৩।
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত শীর্ষক এক সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ১৯ নভেম্বর, ২০২৩।

রবিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত 'দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও এ অঞ্চলের প্রভাব: গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা' শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, “সহযোগিতা ও বন্ধুত্ব সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়।” তিনি আরো বলেন, “গণতন্ত্রের শত্রুরা এখনো সক্রিয় এবং অভ্যন্তরীণ যে কোনো ইস্যু দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলবে।”

বিএনপির অবস্থানের কথা উল্লেখ করে শাহরিয়ার বলেন, “যারা আগামী নির্বাচনে অংশ নেবে না, তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ হবে না। অতীতে, নির্বাচন বর্জনের ভুলের জন্য বিএনপি দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।”

XS
SM
MD
LG