অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ হতে পারে ৩০০ কোটি মানুষের বাজারের কেন্দ্রবিন্দু: শেখ হাসিনা


ফিকির ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ নভেম্বর, ২০২৩।
ফিকির ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “২০৩০ সালের মধ্যে, বাংলাদেশ হবে নবম বৃহত্তম ভোক্তা বাজার। আর, সরকার বিশ্বের অনেক প্রতিষ্ঠিত বাজারকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।” রবিবার (১৯ নভেম্বর) রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত, ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) ৬০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, “বাংলাদেশ হতে পারে ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রবিন্দু।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আমরা একটি লক্ষ্য নিয়ে কাজ করছি, যাতে বাংলাদেশ যুক্তরাজ্য ও জার্মানির মতো প্রতিষ্ঠিত বাজার এবং বর্তমান উচ্চ প্রবৃদ্ধির দেশ ভিয়েতনাম ও থাইল্যান্ডকে অতিক্রম করতে পারে। আমাদের সে প্রচেষ্টা রয়েছে।”

শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে প্রায় ১৭ কোটি মানুষ রয়েছে। পাশাপাশি আমরা প্রতিবেশি দেশগুলোর সঙ্গে যোগাযোগ জোরদার করেছি। আমরা মনে করি, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত হবে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সরকার জনসংখ্যার উপযুক্ত ব্যবহারের জন্য, তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলছে।” তিনি উল্লেখ করেন, “বাংলাদেশে ২০২৫ সালের মধ্যে ক্রমবর্ধমান মধ্যবিত্ত ধনী মানুষের সংখ্যা হবে ৩ কোটি ৪০ লাখ এবং ২০৪০ সালের মধ্যে মাথাপিছু আনুমানিক জিডিপি হবে ৫ হাজার ৮৮০ ডলার।”

এই অঞ্চলের সঙ্গে যোগাযোগ জোরদার করার পদক্ষেপ নেয়া হয়েছে জানান শেখ হাসিনা। তিনি বলেন, “কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ হতে পারে ৩০০ কোটি মানুষের আঞ্চলিক বাজারের কেন্দ্রবিন্দু।”

XS
SM
MD
LG