বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রবিবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৫ ঘণ্টায়, ১১টি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময় মোট ১১টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি ঘটনা ঘটেছে রাজধানী ঢাকায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, “ এছাড়া, রাজশাহী বিভাগে তিনটি, চট্টগ্রাম বিভাগে দু’টি এবং ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ছয়টি বাস, একটি কাভার্ডভ্যান, একটি সিএনজিচালিত অটোরিকশা, একটি পিকআপ ভ্যান ও একটি ট্রেনের তিনটি বগি রয়েছে।”
এ সময়ে, সারাদেশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ১০৭ জন সদস্য কাজ করেন বলে জানান স্টেশন অফিসার তালহা বিন জসিম। উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিলের প্রতিবাদে বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে রবিবার সকাল থেকে।
ট্রেনের বগিতে আগুন, মামলা দায়ের
এদিকে, জামালপুর জেলার সরিষাবাড়ী রেল স্টেশনের কাছে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি পুড়িয়ে দেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। একটি আন্তঃনগর ট্রেন সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে তারাকান্দি যাচ্ছিলো। ট্রেনটি সরিষাবাড়ী ছেড়ে যাওয়ার পর, শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১২ মিনিটের দিকে ৩টি বগিতে (ক, খ ও গ) আগুন ধরিয়ে দেয়া হয়।
পরে, সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিনের নেতৃত্বে একটি দল রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বগি থেকে নামতে গিয়ে ৪-৫ জন যাত্রী আহত হন। এদের মধ্যে এক নারীসহ ২ জন সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১৫-২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।রবিবার সকাল ৭টার দিকে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় এই মামলা দায়ের করেন। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, “এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”