অ্যাকসেসিবিলিটি লিংক

চতুর্থ ধাপের অবরোধ চলছে, বুধবার থেকে পঞ্চম ধাপের অবরোধ ঘোষণা করেছে বিএনপি


পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ ঘোষণা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।
পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ ঘোষণা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

একদিন বিরতির পর, বুধবার (১৫ নভেম্বর) থেকে সারাদেশে পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। চতুর্থ ধাপের অবরোধ শেষ হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন কর্মসূচি ঘোষণা করেন। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ত্যাগে বাধ্য করতে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচনের অনুষ্ঠানের দাবি আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে বিএনপি।

রুহুল কবির রিজভী বলেন, “অন্যান্য রাজনৈতিক দল; যারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন করে আসছে, তারাও একই ধরনের কর্মসূচি পালন করছে।” বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে, শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানান রিজভী। এটি হবে তাদের অবরোধ কর্মসূচির পঞ্চম ধাপ।

চতুর্থ ধাপের দ্বিতীয় দিনের অবরোধ চলছে

এদিকে, বিএনপি, জামায়াত ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চতুর্থ ধাপের ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। রবিবার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬টায়। আগের তিনটি অবরোধের তুলনায়, সোমবার (১৩ নভেম্বর) ঢাকার রাস্তায় যানবাহনের সংখ্যা বেশি দেখা গেছে। অফিসগামী, শিক্ষার্থী ও অন্য যাত্রীদের গন্তব্যে যেতে দেখা গেছে।

এদিকে, রবিবার রাতে রাজধানীর তেজগাঁও ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড এলাকায় দুটি বাসে আগুন দেয়া হয়েছে। অবরোধ শুরুর আগে, শনিবার রাত ৮টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী, গুলিস্তান, গাবতলী, নটরডেম কলেজের কাছে, রূপনগর, সূত্রাপুর ও মিরপুর এলাকায় সাতটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে জনমনে আতঙ্ক তৈরি হয়।

গত ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত দুই দফা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধ ও ৩১ অক্টোবর থেকে তিন দিনের দেশব্যাপী অবরোধ পালন করেছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং আরো কিছু রাজনৈতিক দল ও সংগঠন।অবরোধের সময় সংঘর্ষ, সহিংসতা হয় এবং বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

XS
SM
MD
LG