অ্যাকসেসিবিলিটি লিংক

গাজার যুদ্ধ একটি জাতির আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করছে: আরব-ইসলামিক সম্মেলন আব্দুল মোমেন


বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, “গাজার পরিস্থিতি শুধু জাতিগত নির্মূলের একটি উৎকৃষ্ট উদাহরণ নয়; বরং মুক্ত বিশ্বের নেতাদের এবং মানবাধিকার, মানবিক আইন এবং সমস্ত নীতি ও নৈতিক মূল্যবোধের প্রবক্তাদের সহায়তায় রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে করা গণহত্যার উদাহারণ।” তিনি বলেন, গাজার যুদ্ধ, শহর ও জনপদ এবং একটি জাতির আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করছে।”

শনিবার (১১ নভেম্বর) সৌদি আরবের রিয়াদে, অষ্টম বিশেষ ইসলামিক সম্মেলনে বক্তৃতাকালে এ কথা বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন নিয়ে আলোচনার জন্য, এই যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুল মোমেন বলেন, “ইসরাইল-গাজা যুদ্ধ, মোটেও যুদ্ধ নয়। প্রকৃতপক্ষে এটি বর্বর ও সম্মিলিত শাস্তি এবং নিরপরাধ বন্দী নারী-পুরুষ এবং বিশেষ করে শিশুদের হত্যা করা, যারা যুদ্ধ করতে পারে না।” আব্দুল মোমেন আরো বলেন, “এই যুদ্ধ শহর ও জনপদ এবং একটি জাতির আশা-আকাঙ্ক্ষা ধ্বংস করছে। পরিকল্পিতভাবে একটি দখল করা স্থানের জনগণকে, তাদের খাদ্য, বাসস্থান, পানি, প্রয়োজনীয় ওষুধ, জ্বালানি ও বিদ্যুৎ এবং অবশ্যই একটি নিরাপদ জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত করছে।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের আত্মনিয়ন্ত্রণ, সার্বভৌমত্ব ও স্বাধীনতার অধিকারকে সমর্থন করে এবং এ বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে।”

ড. মোমেন বলেন, “বর্তমানে, অবিলম্বে যুদ্ধবিরতির জন্য বৈশ্বিক সম্প্রদায়ের আহ্বানে কোনো কর্ণপাত না করে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নির্বিচারে হত্যা চলছে। আমি বিশ্বাস করি, এই যৌথ শীর্ষ সম্মেলন দুর্বল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নির্মম যুদ্ধ বন্ধ করার জন্য একটি সংক্ষিপ্ত, বাস্তব, প্রভাবশালী ও শক্তিশালী বার্তা দেবে।”

তিনি বলেন, “মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি এবং অন্যান্য ধর্ম, শ্রেণি, বর্ণ, জাতিগত পটভূমি এবং বিশ্বাসের মানুষ, সারা বিশ্বে এই গণহত্যার প্রতিবাদ করছে। তবুও জায়নবাদী-দের একটি দল পরিকল্পিত হত্যা করেই যাচ্ছে।”

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বিড়ম্বনার বিষয় হলো, এক সময় নির্যাতিত ইহুদি জনগণ; যাদের ফিলিস্তিনিরা আশ্রয় দিয়েছে, তারা এখন নিরস্ত্র ফিলিস্তিনিদের বাড়িঘর, হাসপাতাল, পরিবার ও আশা ধ্বংস করছে।”

সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা পরামর্শ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন এবং লিগ অফ আরব স্টেটস-এর সদস্য রাষ্ট্রগুলোর নেতা ও সরকার প্রধানদের এবং প্রতিনিধি দলের প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

XS
SM
MD
LG