অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে নারী ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ


বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের নারী ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের নারী ওয়ানডে সিরিজে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশের রাজধানী ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, শুক্রবার (১০ নভেম্বর) তিন ম্যাচের নারী ওয়ানডে সিরিজে সফরকারী পাকিস্তান নারী দলকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর মধ্য দিয়ে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিক বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এর আগে, গত মাসে প্রথমবারের মতো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিপক্ষে তাদের নারী টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো।

শেষ ওয়ানডেতে শুক্রবার পাকিস্তান দল টস জিতে প্রথমে ব্যাট করে এবং নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৬ রান সংগ্রহ করে। উদ্বোধনী জুটিতে পাকিস্তান ১৯ দশমিক ২ ওভারে ৬৫ রান তুলে। ওপেনার দিদরা আমীন ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে, ১৪৩ বলে অপরাজিত থেকে ৮৪ রান করেন। অপর ওপেনার সাদাফ শামস ৬১ বলে ৩১ রান করেন। এ ছাড়া, মুনিবা আলী ১৪ এবং ডায়ানা বেগ ১১ রান করেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে সফল নাহিদা আক্তার। তিনি ২৬ রানে তিন উইকেট নেন। রাবেয়া খান ৩৫ রানে দুটি উইকেট নেন এবং ঝর্ণা আক্তার, নিশিতা আক্তার ও ফাহিমা খাতুন একটি করে উইকেট নেন।পরে, মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে, বাংলাদেশ নারী দল ৪৫ দশমিক ৪ ওভারে তিন উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত ১৬৭ রান সংগ্রহ করে।

বাংলাদেশের নারী দল উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২৫ রান করে। নারীদের ওয়ানডেতে বাংলাদেশের আগের ওপেনিং জুটির রেকর্ড ছিলো, শুকতারা রহমান ও শারমিন আক্তারের ১১৩ রান।

ওপেনার ফারজানা হক ১১৩ বলে পাঁচ ছক্কায় দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন; আর, ম্যাচ সেরা নির্বাচিত হন। অপর ওপেনার মুর্শিদা খাতুন ১০৬ বলে ৫৪ রান করেন। সাত উইকেট শিকারি বাংলাদেশের নাহিদা আক্তার সিরিজ সেরা নির্বাচিত হন।

৩৭ দশমিক ১ ওভারে ১২৮ রানে তৃতীয় উইকেট হারানোর পর, মিডল অর্ডারে নামা সোবহানা মোসতারি (১৯ রানে অপরাজিত) এবং অধিনায়ক নিগার সুলতানা (১৮ রানে অপরাজিত) দলকে পাকিস্তানের বিরুদ্ধে তাদের স্বপ্নের সিরিজ জয়ের পথ দেখান। ২৭ রানে ২ উইকেট নেন নাশ্রা সান্ধু।

এর আগে, গত শনিবার একই ভেন্যুতে প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পাঁচ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে যায় পাকিস্তান দল। গত মঙ্গলবার ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতা আনে বাংলাদেশ।

XS
SM
MD
LG