অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা


বাংলাদেশের কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা
বাংলাদেশের কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা

বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ট্যুরিস্ট বোটে আগুন দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এসময় পর্যটকদের কাছ থেকে ছয়টি মোবাইল সেট ছিনিয়ে নেয় তারা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্বর্গছেড়া এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে।

পর্যটকবাহী বোটের মালিক আলাউদ্দিন টুটুল জানান, “শুক্রবার সকালে চাঁদপুর থেকে আসা একটি দল আমার বোট নিয়ে তবলছড়ি ঘাট থেকে সুভলংয়ে রওনা হয়। স্বর্গছেড়া এলাকার কাছাকাছি পৌঁছালে, সশন্ত্র সন্ত্রাসীরা বোটের গতিরোধ করে বালুখালীর বসন্তমোন এলাকায় নিয়ে যায়।”

তিনি আরো জানান, “সেখানে আরো কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অপেক্ষা করছিলো। তারা চালক গিয়াসসহ পর্যটকদের বোট থেকে নামিয়ে দেয়। পরে, বোটে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা পর্যটকদের ৬টি মোবাইল সেট নিয়ে যায়।”

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, “খবর পাওয়ার পর, পুলিশ ঘটনাস্থল থেকে পর্যটকদের উদ্ধার করে শহরে নিয়ে আসে।”

XS
SM
MD
LG