বাংলাদেশ ক্রিকেট দলের দীর্ঘদিনের পারফরম্যান্স বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর থাকছেন না। শুক্রবার (১০ নভেম্বর) তিনি বিসিবিকে তার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। চলমান বিশ্বকাপে শনিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচ। এই ম্যাচের মধ্য দিয়ে তিনি তার দায়িত্ব শেষ করছেন।
শ্রীনিবাস ২০১৮ সালে বাংলাদেশ দলে যোগ দেন। তখন থেকেই তিনি এর অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীনিবাস লিখেছেন, “আগামীকাল (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর আমি ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশ ক্রিকেটকে বিদায় জানাচ্ছি!!”
তিনি আরও লিখেছেন, “এটি শিক্ষা, স্মৃতি, উত্থান-পতনে পূর্ণ একটি যাত্রা। তবে বাকি জীবন আমি আমার হৃদয়ে এই স্মৃতি লালন করবো।” শ্রীনিবাস ২৫টি টেস্ট, ৭৫টি টি-টোয়েন্টি এবং ৮৩টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন।