অ্যাকসেসিবিলিটি লিংক

কাতার-এ মৃত্যুদণ্ড প্রাপ্ত আট ভারতীয়র প্রাণ বাঁচাতে উদ্যোগ নিচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রক


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

এক বছরেরও বেশি সময় ধরে কাতার-এ আটক থাকা ভারতীয় নৌ-সেনার আট জন প্রাক্তন আধিকারিককে গত অক্টোবর মাসে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতার-এর আদালত। সেই রায়ের বিরুদ্ধে এবার পাল্টা আপিল করল ভারত।

এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার ৯ অক্টোবর ভারতের পররাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই রায়টি গোপনীয়। প্রাক্তন নৌ-সেনা আধিকারিকদের মৃত্যুদণ্ড রুখতে ভারতের তরফে সমস্ত রকম আইনি বিকল্প বিবেচনা করেই আপিল করা হয়েছে। এই ব্যাপারে কাতার কর্তৃপক্ষের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মৃত্যুদন্ড প্রাপ্ত এই আট জনের সঙ্গে আর এক দফা কূটনৈতিক যোগাযোগের সুযোগ পাওয়া গেছে। তাদের পরিবারের লোকজনের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। "আমরা ওদের সমস্ত রকম কূটনৈতিক এবং আইনি সহায়তা দেব। আমরা সকলের কাছে আর্জি জানাচ্ছি এমন একটি স্পর্শকতার বিষয়ে গুজব না রটানোর জন্য," পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে।

২০২২ সালের ৩০ অগাস্ট দোহা থেকে কাতার ইন্টেলিজেন্স এজেন্সি গ্রেফতার করেছিল আট জন ভারতীয়কে। ভারতের এই প্রাক্তন নৌ-সেনা আধিকারিকরা কাতার-এর একটি সংস্থায় চাকরি করতেন। তাদের বিরুদ্ধে ইসরাইল-এর হয়ে গুপ্তচরগিরি করার অভিযোগ আনা হয়েছিল। এই এক বছরে একাধিকবার তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে কাতার-এর আদালত। তারপর অক্টোবর মাসে কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স-এর তরফে তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

XS
SM
MD
LG