অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চার রাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৪ কর্মকর্তা


বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতীকী ছবি।
বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতীকী ছবি।

বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চারজনকে ৪ রাষ্ট্রে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) সরকারি চাকরি আইন ২০১৮ অনুযায়ী নিয়োগের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডারের কর্মকর্তা সুলতানা লায়লা হোসেনকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর নিয়োগ ২৫ ডিসেম্বর থেকে অথবা যোগদানের পর থেকে কার্যকর হবে।

মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর বা যোগদানের পর থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডার কর্মকর্তা মো. আব্দুল হাইকে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর থেকে বা যোগদানের পর থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।

এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিসিএস ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ সুফিউর রহমানকে জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের বাংলাদেশের স্থায়ী মিশনে স্থায়ী প্রতিনিধি ও সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ১ ডিসেম্বর বা যোগদানের পর থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে।

XS
SM
MD
LG