অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের চিকিৎসা খাতের বড় চ্যালেঞ্জ জনবল-ঘাটতি: জাহিদ মালেক


সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৬ নভেম্বর, ২০২৩।
সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৬ নভেম্বর, ২০২৩।

বাংলাদেশের চিকিৎসা সেবার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো জনবলের ঘাটতি; এ কথা বলেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৬ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন,“ জনবল ঘাটতি মেটাতে অনেক সময় লাগে। আমাদের হাসপাতালগুলোকে এখন ৩০ হাজার শয্যা থেকে ৭০ হাজার শয্যা করা হয়েছে। ৭০ হাজার শয্যা পরিচালনা করা এবং নতুন নতুন মেডিকেল কলেজ ও ইউনিভার্সিটি চালাতে প্রশিক্ষিত জনবল দরকার হবে। এর একটু ঘাটতি আছে।”

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি মনে করি স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছেছে; মানুষ সেবা পাচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন হয়েছে, শিশু ও মাতৃ মৃত্যুর হার কমেছে। স্বাস্থ্যসেবা ভালো হয়েছে বিধায় গড় আয়ু ৭৩ বছরে উন্নীত হয়েছে। স্বাস্থ্যসেবা ভালো বিধায়; পোলিও, টিটেনাস, ফাইলেরিয়া, কালাজ্বর নির্মূল হয়েছে। এই অর্জন বিশ্ববাসী গ্রহণ করেছে।”

জাহিদ মালেক বলেন, “বাংলাদেশে মেডিকেল কলেজের সংখ্যা ৫টি থেকে ৩৭টি হয়েছে। আইসিইউয়ের সংখ্যা ৫০০ থেকে ১৫০০ হয়েছে। বাংলাদেশে ওষুধের কোনো অভাব নেই। ১২০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট বসানো আছে। যার ফলে, করোনা নিয়ন্ত্রণে আমরা এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছি।”

তিনি বলেন, “আমরা করোনার ৩৭ কোটি টিকা বিনামূল্যে দিয়েছি। বছরে ৩৬ কোটি লোক বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তবে, আমাদের জনবলের একটু ঘাটতি আছে। জনবল ওভারনাইট বাড়ানো যায় না। শুধু বাংলাদেশে নয়, আমেরিকাতেও ঘাটতি আছে, ইউরোপেও ঘাটতি আছে। আমরা চেষ্টা করছি ঘাটতিগুলো কমিয়ে আনতে। আমরা চেষ্টা করছি যাতে স্বাস্থ্যসেবা মানুষ আরো ভালো পায়।:

বাংলাদেশে চিকিৎসা নিতে বেশি খরচ হয়; এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহিদ মালেক বলেন, “ বিষয়টি আমি আংশিক গ্রহণ করতে পারি। সরকারি হাসপাতালে ৭০ শতাংশ মানুষ বিনামূল্যে সেবা নিয়ে থাকেন। ইউনিভার্সেল হেলথ কাভারেজ; এটা আমরা এখনো পুরোপুরি শুরু করতে পারিনি। এটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। অসংক্রামক রোগ বেড়ে যাচ্ছে, এর চিকিৎসার ব্যবস্থা করা আমাদের জন্য চ্যালেঞ্জ, এগুলো মোবাবেলা করতে আমরা কাজ করে যাচ্ছি।”

XS
SM
MD
LG