বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে, ঢাকা সেনানিবাসের পোস্ট অফিস এলাকা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শামসুজ্জামান দুদুর ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জানান, “রবিবার (৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল ক্যান্টনমেন্ট এলাকায় অবস্থিত বোনের বাড়ি থেকে তাকে আটক করে।
অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান জানান, সেখান থেকে তার ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও আটক করেছে ডিবি পুলিশ। রবিনের কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলেও জানান তিনি।
এর আগে, বিএনপির অন্য দুই ভাইস চেয়ারম্যান, আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।