অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে—ফায়ার সার্ভিস


বাংলাদেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বাংলাদেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী সমমনা বিরোধী দলের তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ২১টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর বিভাগে অগ্নিসংযোগের ঘটনাগুলো ঘটেছে।

সারা দেশে বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০টি বাস, তিনটি কাভার্ডভ্যান, তিনটি ট্রাক, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম ও একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়।

ঢাকার শ্যামলীতে বাসে আগুন

রাজধানী ঢাকার শ্যামলী স্কয়ারের সামনে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্যামলী স্কয়ারের সামনে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয়। সবার সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে ঢাকার মুগদা ও কাফরুল এলাকায় দুটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ সরকারকে চাপ দিতে মঙ্গলবার থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলছে।

XS
SM
MD
LG