অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলা খারিজ


ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযোগ তুলেছিলেন মহারাষ্ট্রের বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তা। সেই অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তলব করে মুম্বইয়ের নিম্ন আদালত। সোমবার ৩০ অক্টোবর সেই নিম্ন আদালত বিজেপি নেতার মামলা খারিজ করে দিল। তারা জানিয়েছে, যে অভিযোগ করা হয়েছে, তা কোনও অপরাধই নয়।

২০২১ সালের ১ ডিসেম্বর মুম্বইয়ের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা বিবেকানন্দ গুপ্তার অভিযোগ ছিল, সেখানে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়াননি বাংলার মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই তিনি মঞ্চ ছেড়ে চলে যান।

এই ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতি চেয়ে মাজগাঁও নগর ও দায়রা আদালতের দ্বারস্থ হন এই বিজেপি নেতা। মুম্বইয়ের এই বিজেপি নেতার অভিযোগটিকে হাতিয়ার করে বিজেপির কেন্দ্রীয় নেতারাও সরব হয়েছিলেন।

চলতি বছরের ২ মার্চ এই মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করে মুম্বাইয়ের এই নিম্ন আদালত। সেই সমনকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টে মামলা দায়ের করেন মমতা। তার আবেদন ছিল এই মামলা খারিজ করা হোক। যদিও বম্বে হাইকোর্ট মমতার আর্জি খারিজ করে দেয়। সোমবার ৩০ অক্টোবর বিজেপির করা মামলাটিও মাজগাঁও নগর ও দায়রা আদালতে খারিজ হয়ে যায়।

XS
SM
MD
LG