বাংলাদেশের কক্সবাজারে সাবমেরিন ক্যাবল (এসইএ-এমই-ডব্লিউই ৪) আপগ্রেড করা হবে। এ কারণে, ৩১ অক্টোবর ও ২ নভেম্বর ইন্টারনেট ব্যবহারকারীরা ধীর গতির সংযোগ বা সংযোগ বিঘ্ন হওয়ার সম্মুখীন হতে পারেন।
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি’র মহাপরিচালকের (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানায়, ৩১ অক্টোবর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ২ নভেম্বর রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরো ১০ ঘণ্টা ইন্টারনেট ধীর গতির হবে বা বিঘ্নিত হবে।
তবে, দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) সার্কিটগুলো যথারীতি চালু থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়, আপগ্রেডেশনের পর এসইএ-এমই-ডব্লিউই ৪ ক্যাবলের মাধ্যমে ব্যান্ডউইথ ক্যাপাসিটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।