অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি-জামায়াত কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষে ১ পুলিশ সদস্য নিহত


বিএনপি-জামায়াত কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষে ১ পুলিশ সদস্য নিহত।
বিএনপি-জামায়াত কর্মী-সমর্থকদের সাথে সংঘর্ষে ১ পুলিশ সদস্য নিহত।

বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল, কাকরাইল ও নয়াপল্টন এলাকায় শনিবার (২৮ অক্টোবর) পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৪১ পুলিশ আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত এক পুলিশ সদস্য ঢামেক হাসপাতালে মারা যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন জানান, “আহত ২২ পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে এবং ১৯ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”

ফারুক হোসেন আরো জানান, “মতিঝিল, কাকরাইল ও নয়াপল্টন এলাকায় কর্তব্যরত অবস্থায় তারা আহত হয়েছেন।” এর আগে, গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশিদ জানান যে শনিবার (২৮ অক্টোবর) ঢাকার কাকরাইলের জাজেস রেসিডেন্স কমপ্লেক্সের সামনে বিএনপির কয়েকজন কর্মী পুলিশের ওপর হামলা চালায়।

XS
SM
MD
LG