অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবকের ৫ বছরের কারাদণ্ড


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রামে সাফায়েত উল্যাহ সাগর (২২) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই রায় দেন।

দণ্ডিত সাফায়েত উল্যাহ সাগর সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের জাফর উল্যাহর ছেলে। ঘটনার সময় তিনি সন্দ্বীপের হাজী আব্দুল বাতেন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, পাঁচজনের সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনাল অভিযুক্ত সাফায়েত উল্যাহ সাগরকে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫ (২) ও ২৯ (১) ধারায় এক বছর করে এবং ৩১ (২) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, পৃথক তিনটি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড হলেও কারাদণ্ডসমূহ একসঙ্গে চলবে। তাই তাঁকে তিন বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

রায় ঘোষণার সময় অভিযুক্তকে কারাগার থেকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়। পরে সাজা পরোয়ানা মূলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

XS
SM
MD
LG