বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে, যুক্তরাষ্ট্র থেকে আসছেন থেকে ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক। বুধবার (২৫ আক্টোবর) তারা ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, “সরকারের অনুমতি পাওয়ায় এই তিন চিকিৎসক বুধবার ঢাকায় আসছেন।” এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছিলেন যে খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে, বিদেশ থেকে চিকিৎসক আনার অনুমতি দিয়েছে সরকার।
আনিসুল হক বলেন, “চিকিৎসকদের ভিসা প্রদানে যাতে কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতে নির্দেশনা দেয়া হয়েছে। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
এদিকে, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার (২৪ অক্টোবর) আবার প্রায় ৯ ঘণ্টা করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) রাখা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, “বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। চিকিৎসকরা বারবার বলছেন যে তিনি খুব অসুস্থ। গতকাল (সোমবার) রাতে তাকে সিসিইউ-তে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার দুপুরে তাকে কেবিনে ফেরত পাঠানো হয়।”