অ্যাকসেসিবিলিটি লিংক

'লিভ ইন' সম্পর্ককে 'টাইম পাস' বলে মতপ্রকাশ ভারতের এলাহাবাদ হাইকোর্ট


'লিভ ইন' সম্পর্ককে 'টাইম পাস' বলে মতপ্রকাশ ভারতের এলাহাবাদ হাইকোর্ট।
'লিভ ইন' সম্পর্ককে 'টাইম পাস' বলে মতপ্রকাশ ভারতের এলাহাবাদ হাইকোর্ট।

ভারতে লিভ-ইন সম্পর্ককে ভারতের শীর্ষ আদালত স্বীকৃতি দিলেও তা নিয়ে বিপরীত কথা বলল উত্তর প্রদেশের লাহাবাদ হাইকোর্টে। সোমবার ২৩ অক্টোবর একটি মামলায় লিভ ইন সম্পর্ককে ‘মোহ’, ‘টাইম পাস’ তকমা দিয়েছেন এলাহাবাদ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতি রাহুল চতুর্বেদী এবং বিচারপতি মহম্মদ আজহার হুসেইন ইদ্রিসি। আদালতের এমন রায়ে বিপদে পড়েছেন মামলার সঙ্গে যুক্ত ভিন্নধর্মী এক যুগল।

এই যুগলের নিরাপত্তা চেয়ে দায়ের করা মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের দুই বিচারপতি বলেন, মাত্র ২০ এবং ২২ বছর বয়সেই ওই যুগল একে অপরের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তাদের প্রেমের বয়স মাত্র দু’মাস। তাই আদালত মনে করছে, ওই প্রেমিক প্রেমিকা না ভেবেচিন্তেই একসঙ্গে থাকার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যা একটা সুস্থ স্বাভাবিক সম্পর্কের জন্য খুবই ক্ষতিকর।

এই দুই তরুণ, তরুণী স্বেচ্ছায় সংসার করতে চান। এদিকে তরুণীর পরিবার ছেলেটির বিরুদ্ধে অপহরণ-সহ একাধিক ধারায় এফআইআর দায়ের করেছে। তবে পুলিশের কাছে পাল্টা ওই তরুণী বলেন, তিনি প্রাপ্তবয়স্ক। আর এই সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছেন। এরপরই নিজেদের নিরাপত্তা চেয়ে তারা হাইকোর্টে মামলা করেছিলেন। যার রায় দিতে গিয়ে সোমবার লিভ ইন সম্পর্ককে ‘টাইম পাস’ আখ্যা দিলেন দুই বিচারপতি।

XS
SM
MD
LG