বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ব্রাসেলস সফরকে ‘অত্যন্ত তাৎপর্যপূর্ণ’ বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (২২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন। এই ফোরামে, বেসরকারি খাত, সুশীল সমাজ, নেতৃস্থানীয় চিন্তাবিদ, আর্থিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও সারা বিশ্ব থেকে সরকারের প্রতিনিধিরা যোগ দেবেন।তিনি বলেন, “ফোরামের সাইডলাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার এই সফর, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ক-কে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তিনি বলেন, “এই সফর ‘গুরুত্বপূর্ণ সময়ে’ হচ্ছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সফর; আমাদের জন্য একটি অর্জন।”
কেন এটি একটি গুরুত্বপূর্ণ সময়; জানতে চাইলে, আব্দুল মোমেন বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনের কথা উল্লেখ করেন। তিনি জানান, ইইউ বাংলাদেশকে ৪০ কোটি ৭০ লাখ ইউরো রেয়াতযোগ্য ঋণ এবং অনুদান হিসেবে দেবে। এর মধ্যে ৩৫ কোটি ইউরো হবে রেয়াতযোগ্য ঋণ।”
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “ইইউ সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে; আর, বাংলাদেশ বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য অর্থ ব্যয় করবে না।”
টেকসই উন্নয়ন এবং সুশাসন, স্বচ্ছতা এবং সমান অংশীদারিত্বের মতো ইউরোপীয় মূল্যবোধের ওপর জোর দেয় ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে কৌশল। একই সঙ্গে, পরিবহন ও সরবরাহ শৃঙ্খল, সবুজ শক্তি, আধুনিক টেলিযোগাযোগ, শিক্ষা ও গবেষণার বৈশ্বিক নেটওয়ার্কে সরকারি ও বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করে বিশ্বজুড়ে দেশ ও অঞ্চলগুলোকে সংযুক্ত করে এই ফোরাম।
ড. মোমেন জানান, “আগামী ২৫ ও ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানীতে অনুষ্ঠিত হবে এই ফোরামের বৈঠক। ফোরামে যোগদান শেষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।