অ্যাকসেসিবিলিটি লিংক

চলতি বছর ৯০০ কোটি ডলার এফডিআই পেয়েছে বাংলাদেশ: বিডা


ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন। ২১ অক্টোবর, ২০২৩।
ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মহসিনা ইয়াসমিন। ২১ অক্টোবর, ২০২৩।

চলমান বছরে ৯০০ কোটি ডলার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) পেয়েছে বাংলাদেশ। শনিবার(২১ অক্টোবর) এ কথা জানিয়েছেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিনা ইয়াসমিন। রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আগামী ৮ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ইনভেস্টমেন্ট এক্সপো-২০২৩। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে, ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

মহসিনা ইয়াসমিন বলেন, “বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের প্রচার এবং দেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করতে বিডা দীর্ঘদিন ধরে এফআইসিসিআই-এর সঙ্গে কাজ করছে। এফআইসিসেআই আয়োজিত এই মেগা ইভেন্টের কৌশলগত অংশীদার হতে পেরে আমরা আনন্দিত।”

তিনি আরো বলেন, “বিনিয়োগ বাড়াতে এবং ব্যবসায়ীদের বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে, ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। বর্তমানে এখানে ৯০ ধরনের সেবা প্রদান করা হয়। ফলস্বরূপ, ব্যবসায়ীরা হয়রানি ও ব্যয় উভয় থেকে রেহাই পাচ্ছেন।”

মহসিনা ইয়াসমিন বলেন, “বিদেশি বিনিয়োগ যেকোনো দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সব সময় এটিকে স্বাগত জানিয়েছে। আমি বিশ্বাস করি, এই আয়োজন দেশে বিদ্যমান বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করবে এবং ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে।”

ইনভেস্টমেন্ট এক্সপো’র আহ্বায়ক মাহবুবুর রহমান জানান, “দুই দিনব্যাপী এই বিনিয়োগ মেলায়, ৪০টি স্টলের মাধ্যমে দেশের অর্থনৈতিক সহনশীলতা, প্রতিযোগিতা ও খাতভিত্তিক বিনিয়োগের সুযোগ সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।”

XS
SM
MD
LG