অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল


রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন তারা।

এসময়, রোহিঙ্গা ক্যাম্পে সেবা দানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার প্রকল্প পরিদর্শন করে প্রতিনিধি দল এবং সদস্যরা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, “যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪, ২/ওয়েস্ট, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প ও ৮/ওয়েস্ট পরিদর্শন করেন।” তিনি বলেন, “সেখানে তারা দাতা সংস্থার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও তাদের সঙ্গে কথা বলেন।”

“এসময় প্রতিনিধি দল এনজিও-তে কর্মরত কিছু রোহিঙ্গার সঙ্গে আলাপ করেন এবং ক্যাম্পের সার্বিক অবস্থার খোঁজখবর নেন;” জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান জানান, রোহিঙ্গা ক্যাম্পে সেবা দানকারী বিভিন্ন এনজিও’র প্রকল্প পরিদর্শনের পর, বেলা আড়াইটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধি দলের সদস্যরা।

যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সফরসঙ্গী ছিলেন; ঢাকায় যক্তরাষ্টও দূতাবাসের শারিন ফিটজেরাল্ড, ডেপুটি আঞ্চলিক উদ্বাস্তু সমন্বয়কারী পিআরএম টমাস ব্রাউনস, আঞ্চলিক মানবিক উপদেষ্টা, ইউএসএআইডি অ্যান্ড্রু শেফার, যুক্তরাষ্ট্র দূতাবাসের ইশতিয়াক আহমেদ ও নিরাপত্তা তদন্তকারী কর্মকর্তা ইত্তে ইরতাজদ আক্তার।

XS
SM
MD
LG