হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য, হিন্দু সম্প্রদায়কে কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। বিশেষ করে, গুজবের বিষয়ে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর বলেছে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ফেসবুক, ইউটিউব ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হয়। এর সঙ্গে যারা জড়িত তাদের বিষয়ে হিন্দু সম্প্রদায়কে সচেতন থাকতে হবে।
পূজা আয়োজকদের বলা হয়েছে, নারী ও পুরুষ ভক্তদের জন্য পৃথক প্রবেশ পথ তৈরি করতে হবে। আর, পূজামণ্ডপে ব্যাগ বহন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে পুলিশ সদর দপ্তর। পরামর্শ দিয়েছে, সিসিটিভি ক্যামেরা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে এবং গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আর্চওয়ে স্থাপন করতে বলা হয়েছে।
বিসর্জনের দিনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার আহবান জানিয়ে পুলিশ সদর দপ্তর বলেছে যে সম্ভব হলে যেকোনো জরুরি প্রয়োজনে জেনারেটর ও চার্জার লাইট প্রস্তুত রাখতে হবে। এবিষয়ে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দেয়া হয়েছে।
নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আর, পূজার সময় আতশবাজি থেকে বিরত থাকতে বলেছে পুলিশ সদর দপ্তর। অনুরোধ করেছে, প্রতিমা বিসর্জনের জন্য নির্দিষ্ট সড়ক ব্যবহার করতে।
যে কোনো জরুরি পরিস্থিতিতে পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি কন্ট্রোল রুম বা অন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কন্ট্রোল রুমে ফোন করতে বলা হয়েছে। কন্ট্রোল রুম নম্বরগুলো হলো; ০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০, ০১-৫৫১০২৬৬৬৬, ০২-২২৩৩৮১১৮৮, ০২-৪৭১১৯৯৮৮, ০১৩২০০৩৭৮৪৫-৪৬, ০২-৪৮৯৬৩১১৭ ও ০১৭৭৭৭২০০২৯।
এছাড়া, যে কোনো জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমও প্রস্তুত রয়েছে। জরুরি নম্বরগুলোর মধ্যে রয়েছে; ০২-২২৩৩৫৫৫৫৫৫ ও ০১৭১৩০৩১৮১-৮২১। পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশের পুলিশ সদর দপ্তর।