কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন। রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তারা মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারিনটেডেন্ট সুভাষ কুমার ঘোষ জানান, “শেষ বিকেলে আদিলুর রহমান খান ও নাসির উদ্দিনের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। এর ঘন্টা দুয়েক পর, তারা মুক্তি পান।” আইসিটি আইনে দায়ের করা মামলায় গত ১০ অক্টোবর আদিলুর রহমান খান এবং নাসির উদ্দিন হাইকোর্ট থেকে জামিন পান।
বিচারপতি এমদাদুল হক আজাদের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। এর আগে, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন এবং জামিন আবেদন করেন। বিচারিক আদালত তাদের ২ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছিলো। ঢাকার সাইবার ট্রাইব্যুনাল তাদের সাজার রায় ঘোষণা করে। আর, আইসিটি আইনে দায়ের করা এটিই প্রথম মামলা।
মামলাটি দায়ের করা হয়েছিলো ২০১৩ সালে। এর পর থেকে, মামলায় অভিযুক্ত অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খান এবং পরিচালক নাসির উদ্দিন জামিনে ছিলেন। ২০১৩ সালের হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তির অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়েক করেছিলো পুলিশ। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিলো যে সেই ঘটনায় নিহতের সংখ্যা ১৩। অধিকার বলেছিলো, সেই ঘটনায় ৬১ জন নিহত হয়।