অ্যাকসেসিবিলিটি লিংক

বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ


বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে, বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ অক্টোবর, ২০২৩।
বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে, বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ অক্টোবর, ২০২৩।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে, বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় শেখ হাসিনা বঙ্গভবনে এসে পৌঁছলে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ফুল দিয়ে তাকে স্বাগত জানান।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এ ছাড়া, গত ৯ ও ১০ সেপ্টেম্বর, ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সফল সফরের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। সাক্ষাতের সময়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

XS
SM
MD
LG