অ্যাকসেসিবিলিটি লিংক

যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে: সমাবেশে শেখ হাসিনা


রাজধানী ঢাকার কাওলায়,আওয়ামী লীগের ঢাকা উত্তর শাখা আয়োজিত সমাবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
রাজধানী ঢাকার কাওলায়,আওয়ামী লীগের ঢাকা উত্তর শাখা আয়োজিত সমাবেশে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, “যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন বানচালের জন্য বিএনপি যে আন্দোলন করছে, তা উপেক্ষা করে জনগণ অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।” শনিবার (১৪ অক্টোবর) রাজধানী ঢাকার কাওলায়,আওয়ামী লীগের ঢাকা উত্তর শাখা আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “এ দেশে যেকোনো মূল্যে নির্বাচন হবে এবং জনগণ অবাধে ভোট দেবে। বিএনপির মতো লুটেরা, দুর্নীতিবাজ, খুনি, ডাকাত ক্ষমতায় এলে তারা শুধু দেশকে ধ্বংস করে দেবে। তারা যেন দেশকে ধ্বংস করতে না পাবে; সে জন্য আপনাদের প্রতি আমার আহ্বান, আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট দিন।”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে কি না তা নিয়ে দ্বিধায় রয়েছে।নির্বাচনে অংশ নেয়ার জন্য তাদের নেতা কে হবেন? তাদের প্রধানমন্ত্রী কে হবেন? সেই দুর্নীতিবাজ পলাতক অপরাধী, নাকি এতিমের টাকা আত্মসাৎকারী; তা স্পষ্ট নয়।”

শেখ হাসিনা অভিযোগ করেন, “বিএনপি আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করছে।” তিনি যোগ করেন, “তারা খুব ভালো করেই জানে, নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।”

শেখ হাসিনা আরো বলেন, “বিএনপি নির্বাচন বানচাল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে চায়। আমি জনগণকে সতর্ক থাকার অনুরোধ করবো, যাতে তারা (বিএনপি) তা করতে না পারে। জনগণ যদি নৌকার পক্ষে ভোট দেয়, তাহলে আমরা ক্ষমতায় থাকবো; তা না হলে থাকবো না। তবে, আমি জনগণের কল্যাণে আমার কাজ চালিয়ে যাবো।”

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “আপনারা যদি উন্নয়ন চান তাহলে ভোট দিন, যদি ধ্বংস চান তাহলে বিএনপি-জামায়াতকে ভোট দিন।” তিনি বলেন, “জনগণের ক্ষমতাই শ্রেষ্ঠ শক্তি। আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি; জনগণের ওপর আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।”

XS
SM
MD
LG