অ্যাকসেসিবিলিটি লিংক

মহালয়া উদযাপন: আনুষ্ঠানিকতায় প্রবেশ করলো শারদীয় দূর্গোৎসব


শারদীয় দূর্গোৎসব
শারদীয় দূর্গোৎসব

আনুষ্ঠানিকতায় প্রবেশ করলো শারদীয় দূর্গোৎসব। দেবী দুর্গার আবাহনে, শনিবার (১৪ অক্টোবর) বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে মহালয়া। রীতি-বিধান অনুযায়ী, দেবী দুর্গার আনুষ্ঠানিক আমন্ত্রণ হিসেবে বিবেচিত মহালয়া উদযাপন করা হয় মূল দুর্গা পূজার এক সপ্তাহ আগে।

হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এই লগ্নে পৃথিবী নিজেকে প্রস্তুত করে দেবীকে ধারণ করার জন্য। আর এই অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে দেবী এবং তার সন্তানদের আগমনকে স্বাগত জানায় ধরাধাম। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আচার অনুষ্ঠান।

মহালয়া উপলক্ষে ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি সকাল ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই দিনে, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের মৃত পূর্বপুরুষদের স্মরণ করে এবং শ্রদ্ধা নিবেদন করে একটি পূজার আয়োজন করে। এ ছাড়া ব্রাহ্মণদের মধ্যে জামাকাপড়, খাবার এবং মিষ্টি বিতরণ করা হয়।

এদিকে, বৃহস্পতিবার(১২ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৭টি মন্ডপে পূজা উদযাপিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান, পূজা মন্ডপে দুই লাখ আনসার সদস্য নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এ ছাড়া, অপ্রত্যাশিত ঘটনা এড়াতে, পুলিশ হেডকোয়ার্টার্স সহ সব জেলায় কন্ট্রোল রুম থাকবে বলে জানান তিনি।

XS
SM
MD
LG