ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত, বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। শুক্রবার(১৩ অক্টোবর) দুপুরে সিলেটের শিবের বাজারে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, “ইসরাইলের সঙ্গে আমাদের কোনো ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক নেই এবং আমরা তাদের স্বীকৃতি দেইনি। তবে, চলমান সংঘাতের কারণে পুরো বিশ্ব ক্ষতিগ্রস্ত হবে; আর, এটা আমাদের জন্য কিছু সমস্যার কারণ হতে পারে।”
আব্দুল মোমেন আরো বলেন, “আমরা সবসময় ফিলিস্তিনের পাশে আছি এবং শান্তি চাই। ফিলিস্তিন ও ইসরাইলকে দুটি অঞ্চলে বিভক্ত না করা পর্যন্ত সেখানে কোনো শান্তি আসবে না।”