অ্যাকসেসিবিলিটি লিংক

নাশকতার মামলায় জামায়াতের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি গ্রেপ্তার


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম

নাশকতার মামলায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “একাধিক মামলায় অভিযুক্ত জামায়াত নেতা জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া, গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, জাহিদুলের নেতৃত্বে জেলা শহরের নিউ ঢাকা রোডে ঝটিকা মিছিল বের করে জামায়ত সদস্যরা। পরে তারা দ্রুত পালিয়ে যায়।”

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, “এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, জামায়াতের দুই নেতা আইনজীবী মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। পরে, আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠনো হয়েছে।

XS
SM
MD
LG