যশোরে বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬২ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) রাতে এই মামলা করে পুলিশ।
৬২ নেতা-কর্মীর মধ্যে ৩৪ জনের বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় এবং বাকি ২৮ জনের বিরুদ্ধে শার্শা থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, একই রাতে বেনাপোল থেকে বিএনপির ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং পাঁচটি পেট্রোল বোমা ও ছয়টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিএনপির শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান জহির, যুবদলের স্থানীয় সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল পৌরসভা শাখার সাধারণ সম্পাদক আবু তাহের ভরত ও সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার।
হাসান জহির বলেন, “ঘটনার দিন রাতে আমি যশোরে ছিলাম। আমাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দেওয়া হয়েছে”।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, উপজেলার পোড়াবাড়ী গ্রামের একটি আমবাগান থেকে বিএনপির সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।