অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরাইল ফিলিস্তিন সংঘাত পরিস্থিতিতে নজর রাখতে ভারতের রাজধানীতে খোলা হল কন্ট্রোল রুম


ইসরাইল ফিলিস্তিন সংঘাত পরিস্থিতিতে নজর রাখতে ভারতের রাজধানীতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।
ইসরাইল ফিলিস্তিন সংঘাত পরিস্থিতিতে নজর রাখতে ভারতের রাজধানীতে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

ইসরাইল ফিলিস্তিন সংঘাত পরিস্থিতির উপর নজর রাখতে ভারতের রাজধানী দিল্লিতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত নিল ভারতের কেন্দ্রের সরকার। যুদ্ধের কারণে ইসরাইল-এ আটকে পড়েছেন প্রায় ১৮ হাজার ভারতীয়। তাদের অনেকেই দেশে ফিরে আসতে চাইছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, ইসরাইল-এর রাজধানী তেল আভিব এবং অন্যান্য শহরের সঙ্গে বিমান চলাচল এখনও চালু আছে। তবে অনিয়মিত। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট অনিয়মিতভাবে চলাচল করছে। আগামী কয়েক দিন পরিস্থিতির উপর নজর রেখে পর্যালোচনা করা হবে যে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিশেষ বিমান পাঠিয়ে ভারতীয়দের উদ্ধার করার প্রয়োজন হবে কিনা। এখনও পর্যন্ত ভারতীয়রা কেউ বড় কোনও বিপদে আছেন বলে খবর নেই। তেল আভিব-এর ভারতীয় দূতাবাস সচল আছে। যদিও স্বাভাবিক কাজকর্ম করা যাচ্ছে না যুদ্ধ সতর্কতার কারণে।

যুদ্ধে এখনও পর্যন্ত ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন। আহত দ্বিগুণের বেশি। অন্যদিকে, মারা গিয়েছেন ৯০০-র বেশি ফিলিস্তিনি-ও।

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র জানিয়েছে, এখনও পর্যন্ত কোনও ভারতীয়র কাছ থেকে ভারতে ফিরিয়ে আনার অনুরোধ পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

XS
SM
MD
LG