অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত


বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
বিএনপি নেতা এ্যানি গ্রেপ্তার, চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

সরকারি কাজে বাধা দেওয়া ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় সরকার বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ডের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাতে ধানমন্ডির বাসা থেকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তুলে নিয়ে যায় পুলিশ।

বিএনপির মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক জহির উদ্দিন স্বপন জানান, রাত ২টার দিকে পুলিশ এ্যানির বাসায় এসে তাঁকে তাদের সঙ্গে থানায় যেতে বলে।

মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ২৩ মার্চ রোডমার্চের পর ধানমন্ডি সিটি কলেজ পার হওয়ার সময় ১০ থেকে ১৫ হাজার বিএনপি নেতাকর্মী পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে দায়িত্ব পালনে বাধা দেয়।

এজাহারে আরও বলা হয়, তারা পুলিশকে আক্রমণ এবং ককটেল বিস্ফোরণে প্রাণহানি ও সম্পদের ক্ষতি করেছে।

এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ।

আদালতের পরোয়ানা থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না—ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যত বড় নেতাই হোন না কেন, কোনো মামলার পরোয়ানা থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (১১ অক্টোবর) ঢাকার মিন্টো রোডের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ অপরাধীদের আইনের আওতায় আনা।

ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশীদ

তিনি বলেন, আইন তার নিজস্ব পথে চলবে এবং কোনো প্রভাব কাজ করবে না।

মোহাম্মদ হারুন অর রশীদ দাবি করেন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তাঁর বিরুদ্ধে জারি করা পরোয়ানার বিষয়ে বারবার জানানো হলেও তিনি আদালত থেকে জামিন নেননি। লক্ষ্মীপুরে তাঁর বিরুদ্ধে দুটি পরোয়ানা জারি করা হয়।

লক্ষ্মীপুর জেলা পুলিশের অনুরোধে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ ছাড়া রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পুলিশের ওপর হামলার একটি মামলারও অভিযুক্ত তিনি।

ধানমন্ডি থানা পুলিশ দুটি কারণে তাঁকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে পরোয়ানা থাকলেও তিনি আদালতে হাজির হননি এবং জামিনও নেননি বলে জানান ওই কর্মকর্তা।

কোনো মামলায় তিনি আদালতে হাজির হননি। পরোয়ানা থাকায় তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানান মোহাম্মদ হারুন অর রশীদ।

XS
SM
MD
LG