বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্পে পৃথক ঘটনায়, গুলিতে নিহত হয়েছেন দুই রোহিঙ্গা নাগরিক। রবিবার (৮ অক্টোবর) দিবাগত রাত ৩টা ও ভোর ৪টার দিকে ঘটনা দু’টি ঘটে। নিহত ছানা উল্যাহ (২৭) ২-নম্বর ক্যাম্পের বাসিন্দা এবং নিহত আহম্মদ হোসেন (৩৬) ৭-নম্বর ক্যাম্পের বাসিন্দা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, “ভোর ৪ টায় ২নম্বর ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনের একটি দল অস্ত্র নিয়ে মাহমুদুল হকের বসত ঘরে সামনে এসে গুলি করে। তাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলে নিহত হন ছানা উল্যাহ। এই ঘটনার এক ঘন্টা আগে, ৭ নম্বর ক্যাম্পে সশস্ত্র হামলায়, গুলিবিদ্ধ হয়ে নিহত হন আহম্মদ হোসেন।”
ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে।” মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।