অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক সোমবার


প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করতে, সোমবার (৯ অক্টোবর) বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিএএম)। ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এই প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন(পিএএম) পরিচালনা করছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, “সোমবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে দলের পর্যবেক্ষণ তুলে ধরবে বিএনপির প্রতিনিধি দল। নেতৃত্ব দেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।”

নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণ এবং একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন করতে শনিবার (৭ অক্টোবর) বাংলাদেশে এসেছে আইআরআই ও এনডিআইয়ের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)। ছয় সদস্যের মিশন, বাংলাদেশের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং বিভিন্ন নির্বাচনী স্টেকহোল্ডারদের সঙ্গে ১২ অক্টোবর পর্যন্ত বৈঠক করবে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের যৌথ-নেতৃত্বে রয়েছেন; দক্ষিণ এশীয়াবিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফার্থ এবং ইউএসএআইডির সাবেক ডেপুটি অ্যাডমিনিস্ট্রেটর বনি গ্লিক। মিশনে সদস্য হিসেবে রয়েছেন, মালয়েশিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ।

এছাড়া, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রাক্তন সহযোগী পরামর্শদাতা জামিল জাফর, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এনডিআই আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ, আইআরআই'র এশিয়া-প্যাসিফিক ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও মিশন সদস্য হিসেবে বাংলাদেশ সফর করছেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশের আইন অনুযায়ী এবং ২০০৫ সালে জাতিসংঘে স্বাক্ষরিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা’র সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের মূল্যায়ন পরিচালনা করবে। কার্যক্রম শেষে প্রতিনিধিদল তাদের মূল অনুসন্ধান, নির্বাচন-পূর্ব পরিবেশ বিশ্লেষণ এবং নির্বাচনের প্রতি নাগরিকদের আস্থা বৃদ্ধির জন্য ব্যবহারিক সুপারিশসহ একটি বিবৃতি প্রকাশ করবে।

এনডিআই ও আইআরআই হলো নির্দলীয়, বেসরকারি সংস্থা; যা বিশ্বব্যাপী গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চায় সমর্থন প্রদান করে। ইনস্টিটিউটগুলো সম্মিলিতভাবে গত ৩০ বছরে ৫০ টির বেশি দেশে, ২০০ টির বেশি নির্বাচন পর্যবেক্ষণ করেছে।

XS
SM
MD
LG