অ্যাকসেসিবিলিটি লিংক

অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে জ্ঞান দেয়ার প্রয়োজন নেই: সংবাদ সম্মেলনে শেখ হাসিনা


অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে জ্ঞান দেয়ার প্রয়োজন নেই: সংবাদ সম্মেলনে শেখ হাসিনা
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার বিষয়ে জ্ঞান দেয়ার প্রয়োজন নেই: সংবাদ সম্মেলনে শেখ হাসিনা

এদিকে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “ওয়াকওভার’- এর মাধ্যমে আওয়ামী লীগকে আর সরকার গঠন করতে দেয়া হবে না।” এক সমাবেশে শুক্রবার ( ৬ অক্টোবর) তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “তারা (সরকার) আবার উচ্চস্বরে বলতে শুরু করেছে, আমরা সংবিধান অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করবো। আওয়ামী লীগ সভানেত্রী গণভবনে সংবাদ সম্মেলনেও একই কথা বলেছেন। সরকার মিথ্যাচার করে জনগণকে প্রতারিত ও বোকা বানানোর চেষ্টা করছে।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল বলেন, “তারা (আওয়ামী লীগ) একটি ফাঁকা মাঠে সরকার গঠনের চেষ্টা করছে; যাকে আমরা ‘ওয়াকওভার’ বলি। সরকার এবার তার ‘অশুভ’ পরিকল্পনা বাস্তবায়নে পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর বাধার সম্মুখীন হচ্ছে। তারা (পশ্চিমা দেশগুলো) বলছে, ওয়াকওভার দিয়ে নির্বাচন হবে না। এবার একটি সুষ্ঠু ও অবাধ অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া উচিত।”

মির্জা ফখরুল আরো বলেন, “ আমাদের দলের অবস্থান পরিষ্কার; শেখ হাসিনা ও তার সরকারের অধীনে কোনো বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না।” তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনামলে বিএনপির প্রায় ৪৫ লাখ নেতা-কর্মীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিরোধী নেতাদের শাস্তি দিতে তারা এখন একটি বিশেষ সেল গঠন করেছে। এটা হলো তাদের সুষ্ঠু নির্বাচনের লক্ষণ।”

বিএনপি মহাসচিব বলেন, “সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা অন্যান্য বিরোধী দলের সঙ্গে একযোগে আন্দোলন শুরু করেছি। এখন দেশকে রক্ষা ও দুঃশাসন, নিপীড়ন ও লুণ্ঠন থেকে মুক্তির জন্য, সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে জেগে উঠতে হবে।"

XS
SM
MD
LG