বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতা আঁকড়ে থাকতে নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৬ অক্টোবর) এক মিছিলে দেয়া বক্তৃতায় তিনি এই অভিযোগ করেন। বলেন, “ক্ষমতাসীন দল নিজেদের চক্রান্তে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। তারা প্রকাশ্যে ফিরতে পারবে না। কারণ, মানুষ তাদের প্রত্যাখান করেছে।”
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু’র নিঃশর্ত মুক্তির দাবিতে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী বলেন, “সুর পরিবর্তন করে মন্ত্রীরা এখন সমঝোতার কথা বলছেন। আসলে, তারা পর্দার আড়ালে ষড়যন্ত্র করছেন। গোপনে কখনো আপস হয় না, ষড়যন্ত্র হয়। মানুষ তাদের সঙ্গে না থাকায়, তারা এখন বিভিন্ন দেশে গিয়ে ষড়যন্ত্র করছে।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “সরকারের সব চক্রান্ত ও দমনমূলক কর্মকাণ্ডের উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত।” খালেদা জিয়া ও তার অসুস্থতা নিয়ে বিরূপ মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা করেন রিজভী। বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) এখন একমাত্র অবলম্বন হলো অশালীন, বেপরোয়া ও বাজে মন্তব্য করা।”
রিজভী বলেন, “সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায়, পুলিশের ওপর নির্ভর করে ক্ষমতায় টিকে আছে। তাই তারা আন্দোলনের নেতৃত্বদানকারী বিরোধী নেতাদের গ্রেপ্তার করছে।” তিনি অবিলম্বে গ্রেপ্তার সব বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে, তাদের মুক্তি দাবি করেন।