অ্যাকসেসিবিলিটি লিংক

ব‌রিশালে ৩৬টি পূজামণ্ডপ বেশি ঝুঁ‌কিপূর্ণ—জানিয়েছেন বিএমপি কমিশনার সাইফুল ইসলা‌ম


বিএমপি ক‌মিশনারের কার্যালয়ের সভাকক্ষে মহানগর ও সদর উপজেলার পূজামণ্ডপ ক‌মি‌টির নেতাদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রা‌ন্ত সমন্বয় সভা।
বিএমপি ক‌মিশনারের কার্যালয়ের সভাকক্ষে মহানগর ও সদর উপজেলার পূজামণ্ডপ ক‌মি‌টির নেতাদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রা‌ন্ত সমন্বয় সভা।

ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ (বিএমপি) এলাকায় এবার চার‌টি পূজামণ্ডপ বেড়ে ৮৭টি হ‌য়েছে। এর মধ্যে বেশি ঝুঁ‌কিপূর্ণ পূজামণ্ডপ ৩৬‌টি ও ঝুঁ‌কিপূর্ণ ৩৭‌টি। এ তথ্য জানিয়েছেন বিএমপি কমিশনার সাইফুল ইসলা‌ম।

বৃহস্প‌তিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় বিএমপি ক‌মিশনারের কার্যালয়ের সভাকক্ষে মহানগর ও সদর উপজেলার পূজামণ্ডপ ক‌মি‌টির নেতাদের নিয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলাসংক্রা‌ন্ত সমন্বয় সভায় তিনি এ কথা জানান।

সভায় পু‌লিশ ক‌মিশনার জানান, চার‌টি পূজামণ্ডপে বি‌রোধ রয়েছে। যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সন্ধ‌্যা ৬টার ম‌ধ্যে বিসর্জন দিতে হবে, আতশবা‌জি নি‌ষিদ্ধ, আনসার থাকবে ম‌ন্দিরভেদে ৪, ৬ ও ৮ জন। সি‌সি ক্যামেরা আছে ৪৯‌টি পূজামণ্ডপে এবং যে পূজা মণ্ডপগুলোর সি‌সি ক‌্যা‌মেরা স্থাপনের সামর্থ‌্য নেই তাদের সহায়তা করবে পু‌লিশ।

তি‌নি ব‌লেন, এবারের পূজায় সর্বজনীন ৭৮ ও ব‌্যক্তিগত ৯‌টি মণ্ডপে স্বেচ্ছাসেবক থাক‌বে ৮৪১ জন। এছাড়া, পূজামণ্ডপকেন্দ্রিক সম্প্রী‌তি ক‌মি‌টি গঠনের নি‌র্দেশ দেওয়া হয়েছে।

XS
SM
MD
LG