অ্যাকসেসিবিলিটি লিংক

সবুজ জ্বালানি বিষয়ে বাংলাদেশকে সহায়তা করবে গ্লোবাল গেটওয়ে স্ট্র্যাটেজি: পেটেরিস উস্তুাবস


বাংলাদেশ সফরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বৈঠকে আইএনটিপি-এর ইউ পরিচালক পেটেরিস উস্তুাবস।
বাংলাদেশ সফরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বৈঠকে আইএনটিপি-এর ইউ পরিচালক পেটেরিস উস্তুাবস।
ইউরোপীয় কমিশনের ডিরেক্টরেট-জেনারেল ফর ইন্টারন্যাশনাল পার্টনারশিপস (আইএনটিপিএ) এর মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ইউ পরিচালক পেটেরিস উস্তুাবস বলেছেন, “গ্লোবাল গেটওয়ে স্ট্র্যাটেজি টেকসই সবুজ জ্বালানি রূপান্তরের উচ্চাকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশকে সহায়তা করবে।”

গ্রিন এনার্জি ট্রানজিশনের বিষয়ে ইইউ-বাংলাদেশ সহযোগিতাকে আরো জোরদার করার বিষয়ে আলোচনা করতে, ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পেটেরিস উস্তুাবস বাংলাদেশ সফর করেন। তিনি জানান, “গ্লোবাল গেটওয়ে স্ট্র্যাটেজি হলো বিশ্বব্যাপী অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য ইইউ’র একটি প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, এটি ইইউ-বাংলাদেশ সহযোগিতার দীর্ঘস্থায়ী নতুন যুগের সূচনা করবে। আর, বর্তমান সময় খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ২০২৬ সালে এলডিসি থেকে উত্তীর্ণ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।”

এদিকে, ঢাকায় অবস্থিত ইইউ দূতাবাস জানিয়েছে, গ্লোবাল গেটওয়ে স্ট্র্যাটেজির মাধ্যমে ইইউ-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা নতুন যুগে প্রবেশ করেছে। পেটেরিস উস্তুাবস তার সফর কালে, বাংলাদেশে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করেন।

বৈঠকে পরিচালক উস্তুাবস বলেন, “কৌশলগত অবস্থান, চিত্তাকর্ষক অর্থনৈতিক প্রবৃদ্ধি, গতিশীল সমাজ, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং টেকসই উন্নয়ন প্রভৃতির জন্য বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আমাদের প্রচেষ্টার একটি মূল অংশীদার।”

বৈঠকে, উস্তুাবস-এর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, আইএনটিপিএ-এর প্রতিনিধি হেড অফ সেক্টর ফর সাসটেইনেবল এনার্জি ইনগ্রিড ক্যালহোল ও হেড অফ সেক্টর ফর সাউথ এশিয়া অড্রে মেলো।

XS
SM
MD
LG