অ্যাকসেসিবিলিটি লিংক

সেপ্টেম্বরে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ১৩৪ কোটি ডলার


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বাংলাদেশে চলতি বছরের সেপ্টেম্বরে, গত বছরের একই সময়ের তুলনায়, ১২ দশমিক ৭ শতাংশ (১৯ কোটি ৬০ লাখ ডলার) কমে, ১৩৪ কোটি ডলার রেমিটেন্স এসেছে। এই অংক গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন।বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবাহ, আগের মাস আগস্টের তুলনায় ২২ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার কমেছে।

প্রবাসীরা আগস্ট মাসে প্রায় ১৬০ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছে। সর্বশেষ ২০২০ সালের এপ্রিলে বাংলাদেশ ১০৯ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছিলো। এর পর, কোভিড-১৯ মহামারীর সময়, অভ্যন্তরীণ রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি পায়। বাংলাদেশি প্রবাসীরা চলতি বছরের জুনে ২১৯ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছে এবং জুলাই মাসে তা ছিলো ১৯৭ কোটি ডলার।

খাত সংশ্লিষ্টরা বলেছেন, যখন খোলা বাজারে বিনিময় হার ব্যাংকিং চ্যানেলের চেয়ে বেশি হয়ে যায়, তখন হুন্ডিতে লেনদেন বেড়ে যায়। আর হুন্ডির চাহিদা বাড়লে রেমিট্যান্স প্রবাহ কমে যায়। গত মাসে ব্যাংকিং চ্যানেলের তুলনায় খোলা বাজারে ডলার প্রতি বিনিময় হার ছিলো ৬ থেকে ৭ টাকা বেশি। তাই, বেশি বিনিময় হারের আশায়, প্রবাসীরা বৈধ মাধ্যমে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দিয়েছেন বলে জানান তারা।

গত অর্থবছরে (২০২২-২৩) বাংলাদেশ মোট ২১৬১ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে। এর আগে, ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২১০৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ এখন পর্যন্ত সর্বোচ্চ রেমিট্যান্স পেয়েছে। যার পরিমাণ ছিলো ২৪৭৭ কোটি ডলার।

XS
SM
MD
LG