অ্যাকসেসিবিলিটি লিংক

রিজার্ভের সাময়িক সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ: আবদৌলায়ে সেক


বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈশ্বিক কারণে সৃষ্ট রিজার্ভের সাময়িক সমস্যা কাটিয়ে উঠবে বাংলাদেশ; এমন আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। রবিবার (১ অক্টোবর) দুপুরে, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাজধানী ঢাকার আগারগাঁও-এ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে উপদেষ্টা সালমান এফ রহমানের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময়, বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন আবদৌলায়ে সেক। একই সঙ্গে বৈশ্বিক কারণে সৃষ্ট রিজার্ভের সাময়িক সমস্যাও বাংলাদেশ কাটিয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।

করোনা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সমস্যার মধ্যেও, বাংলাদেশে যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তার রশংসা করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।

আবদৌলায়ে সেককে স্বাগত জানান উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশে বিগত ১৪ বছরে অর্জিত অর্থনৈতিক অগ্রগতির সার্বিক চিত্র তুলে ধরেন তিনি। আর, অব্যাহত সহযোগিতার জন্য বিশ্বব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

XS
SM
MD
LG