অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার


যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার
যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার

দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন, যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্স সম্পর্কিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। সফরকালে তিনি কনস্যুলার ইস্যু নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় আসার আগে তিনি পাকিস্তানের ইসলামাবাদ ও করাচি সফর করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার দূতাবাস ও কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

রেনা বিটারের পাকিস্তান ও বাংলাদেশে সরকারি সফরের নোটিশ।
রেনা বিটারের পাকিস্তান ও বাংলাদেশে সরকারি সফরের নোটিশ।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “তার সফর বিদেশে যুক্তরাষ্ট্রর নাগরিকদের সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার প্রতি আমাদের গভীর ও টেকসই অঙ্গীকারকে তুলে ধরে।”

XS
SM
MD
LG