অ্যাকসেসিবিলিটি লিংক

এএফসি নারী এশিয়া কাপ: অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরেছে বাংলাদেশ


দিনের বড় পরাজয়ের পর ‘বি’ গ্রুপে হারের ধারাবাহিকতায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর, ২০২৩।
দিনের বড় পরাজয়ের পর ‘বি’ গ্রুপে হারের ধারাবাহিকতায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর, ২০২৩।

হ্যানয়ের ন্যাশনাল ইয়ুথ ফুটবল ট্রেনিং সেন্টারে, রবিবার (২৫ সেপ্টেম্বর) এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ-২০২৪ বাছাই পর্বের শেষ ম্যাচে, শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ০-৪ গোলে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে ছিল রুমা আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল। অস্ট্রেলিয়ার হয়ে, দুই মিনিটের মাথায় প্রথম গোলটি করেন স্ট্রাইকার সিয়েনা ডেল। এরপর ৫৭, ৬১ ও ৭৪তম মিনিটে আরো তিনটি গোল করে রেকর্ড করেন সিয়েনা ডেল।

দিনের বড় পরাজয়ের পর ‘বি’ গ্রুপে হারের ধারাবাহিকতায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের তিন ম্যাচ শেষে, অস্ট্রেলিয়া ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। স্বাগতিক ভিয়েতনাম ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। ফিলিপাইন ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং বাংলাদেশ কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

এর আগে, গত বুধবার স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে ০-২ গোলে জিতে এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের ‘বি’ গ্রুপের খেলা শুরু করে বাংলাদেশ দল। গত শুক্রবার দ্বিতীয় ম্যাচে ফিলিপাইনের কাছে ১-৩ গোলে হেরে যাওয়ার পর, টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের যুব-নারী ফুটবল দলের।

XS
SM
MD
LG