অ্যাকসেসিবিলিটি লিংক

এশিয়ান গেমস নারী ক্রিকেট: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ


হাংঝু-এর ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর, ২০২৩।
হাংঝু-এর ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর, ২০২৩।

হাংঝু-তে চলমান ১৯তম এশিয়ান গেমস ক্রিকেট টুর্নামেন্টে, সোমবার (২৫ সেপ্টেম্বর) প্রথম ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশে। স্বর্ণা আক্তার-এর অলরাউন্ড পারফরমেন্সে, পাকিস্তানকে পাঁচ উইকেটে পরাজিত করে পদক নিশ্চিত করে টিম-টাইগ্রেস।

হাংঝু-এর ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। জমালপুরের ১৬ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণা আক্তার ৪ ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নেন। এর মধ্য দিয়ে, পাকিস্তানকে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রানে থামিয়ে দিতে বড় ভূমিকা রাখেন তিনি।

১৮ দশমিক ২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান করে বাংলাদেশ। স্বর্ণা আক্তার ৩৩ বলে দলের সর্বোচ্চ অপরাজিত ১৪ রানের অবদান রাখেন।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান নারী দল। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রান সংগ্রহ করার পর তাদের ইনিংস গুটিয়ে যায়। উল্লেখযোগ্য স্কোরার ছিলেন; লোয়ার অর্ডার আলিয়া রিয়াজ (১৭), অধিনায়ক নিদা দার (১৪), সাদাফ শামস (১৩) ও নাতালিয়া পারভেজ (১১)। সানজিদা আক্তার ৪ ওভারে ১১ রান দিয়ে ২টি এবং মারুফা আক্তার, রাবেয়া খান ও নাহিদা আক্তার ১টি করে পাকিস্তান দলের উইকেট নেন।

বাংলাদেশের দুই ওপেনার, শামিমা সুলতানা ও সাথী রানী প্রথম জুটিতে প্রত্যেকে ১৩ রান করেন, দলের স্কোর বোর্ডে যোগ করেন ২৬ রান; আর স্বর্ণা আক্তার ১৪ রান করেন। নাশ্রা সান্ধু ১০ রান দিয়ে বাংলাদেশের তিনটি এবং নিদা দার ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট নেন।

এর আগে গত শুক্রবার হাংঝু-তে বৃষ্টিবিঘ্নিত কোয়ার্টার ফাইনালে হংকংয়ের বিপক্ষে বিজয়ী ঘোষণা করা হয় বাংলাদেশেকে। এর ফলে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে প্রতিবেশী ভারতের কাছে আট উইকেটে হেরে, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে যোগ দেয় বাংলাদেশ।

XS
SM
MD
LG