বাংলাদেশের পাবনা জেলার ইছামতি নদী পুনরুজ্জীবন প্রকল্প সংশোধনের দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। আর, দখলদারদের উচ্ছেদ না করে, স্থানীয় জনগণের জমি অধিগ্রহণ করে নদীর প্রস্থ বাড়ানোর জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাব-কে ‘উদ্ভট’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে।
সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক বিবৃতিতে এ দাবি ও নিন্দা জানান। সেতু নির্মাণসহ বিভিন্ন খাতে ‘অপ্রয়োজনীয় অতিরিক্ত ব্যয়’- এর মতো প্রস্তাব বাদ দিয়ে, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন না দেয়ার দাবি জানান তারা।
তারা অভিযোগ করে বলেন, এ প্রকল্পের মাধ্যমে নদী পুনরুদ্ধারের নামে জনগণের অর্থ অপচয় ও লুটপাট করা হবে এবং নদীর তীরে অবৈধ দখলদারদের বৈধতা দেয়া হবে।
বিবৃতি অনুযায়ী, পানি সম্পদ মন্ত্রণালয় ‘পাবনা জেলার ইছামতি নদীর পুনরুজ্জীবন’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে পানি উন্নয়ন বোর্ড। ৩৩ দশমিক ৭২ কিলোমিটার দীর্ঘ নদী খননের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৩৫ দশমিক ১৬ লাখ টাকা। এর মধ্যে, ১৬০ হেক্টর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ৫২৯ কোটি টাকা। এ ছাড়া, নদীর ওপর নির্মিত ২২টি পুরাতন সেতু ভেঙে, ২৩ টি নতুন সেতু নির্মাণের প্রস্তাব করেছে পানি সম্পদ মন্ত্রণালয়।