অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত


বাংলাদেশে বৃষ্টিপাত
বাংলাদেশে বৃষ্টিপাত

আশ্বিন-এর প্রথম সপ্তাহ পার হয়েছে বাংলা বর্ষপঞ্জিতে। অর্থাৎ, ঋতু পরিক্রমায় বাংলাদেশ থেকে বিদায়ের আয়োজন করছে শরৎকাল, আবাহনের প্রস্ততি চলছে হেমন্তের। শিশির ভেজা কালের। এমন সময়ে এসে বাংলাদেশে চলছে প্রবল বর্ষণ। বর্ষণে বিপর্যস্ত শহর, বন্দর, গ্রাম। রাজধানী ঢাকা যেন জলের মহানগর। এমন পরিস্থিতিতে আরো বৃষ্টিপাতের আশঙ্কা করছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার (২৩ সেম্টেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, “সোমবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আগামী কয়েকদিন রংপুর ও রাজশাহীসহ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।”

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শনিবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়; রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।আর, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, শনিবার সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ১৬১ মিলিলিটার রেকর্ড করেছে নীলফামারীর ডিমলায়।

XS
SM
MD
LG