অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা সাব-মাঝিকে কুপিয়ে হত্যা


কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা সাব-মাঝিকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা সাব-মাঝিকে কুপিয়ে হত্যা

বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়, রোহিঙ্গা ক্যাম্পে এক সাব-মাঝিকে (রোহিঙ্গা নেতা) কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উখিয়া ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/৫৬ এর কোডেক স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. মোহাম্মদ আইয়ুব (৩৫) ১৮ নম্বর ক্যাম্পের সাব-মাঝি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।হত্যার তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি। তিনি জানান, “নিহত আইয়ুব মাঝি আরসা বিরোধী ছিলেন। মঙ্গলবার বিকালে নিজের ঘরে ফেরার পথে, ১৫ থেকে ২০ জনের একটি দল তাকে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।”

হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে; ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলি

XS
SM
MD
LG